নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ৩০ মার্চ ২০২০ : করোনাভাইরাস প্রতিরোধে দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকার লক্ষ্যে কালীগঞ্জ পৌর এলাকায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রলীগ। সোমবার ৩০ মার্চ বিকেলে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাইমিনুল ইসলাম লিকন ও সাধারন সম্পাদক ওয়াসিম মোল্লার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দড়িসোম এলাকায় অসহায় দিনমজুর ৫০টি পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ কেজি আলু , সাবানসহ ৮ ধরনের পণ্যসামগ্রী বিতরণ করা হয়।
কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাইমিনুল ইসলাম লিকন বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা কালীগঞ্জের শান্তির কন্যা মেহের আফরোজ চুমকি এমপির নির্দেশে এবং গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন ভাইয়ের সার্বিক তত্বাবধানে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ শাখা ছাত্রলীগ।