নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ৩০ মার্চ ২০২০:
নরসিংদীতে করোনা ভাইরাস প্রতিরোধে চলছে জেলা পুলিশের সাড়াশী অভিযান।
সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলা সদরসহ সকল থানায় গণজমায়েতরোধ, বিভিন্ন সড়কে অহেতুক ঘোরাফেরা রোধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ ও নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দুজ্জামানসহ অফিসার ফোর্স সাড়াশী অভিযানে অংশ গ্রহণ করেন।
অভিযানে মাইকিং এর মাধ্যমে সকলকে নিজ নিজ আবাসস্থলে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য অনুরোধ করা হয়।