সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ৩০ মার্চ ২০২০ : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী (অ.দা.) ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন। উপজেলার সকল নাগরিককের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, প্রচারপত্র বিলি, জীবাণুনাশক ওষুধ ছিটানোয় অংশগ্রহণ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া, সামাজিক দুরত্ব বজায় রাখা, হোম কোয়ারান্টাইন বাস্তবায়ন, প্রবাসী হোম কোয়ারান্টাইনদের ফলমূল ও খাদ্য সামগ্রী বিতরণ, দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার নির্দেশনা দিয়ে যাচ্ছেন তারা। পলাশ উপজেলার সকল নাগরিককে নিরাপদ রাখতে সরকারের দেয়া নির্দেশ বাস্তবায়নে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ ( ৩০ মার্চ) সন্ধায় নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে পলাশ উপজেলায় হোম কোয়ারান্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে ফলমূল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন পলাশ থানা পুলিশ। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় বাজারের দ্রব্যমূল্য মনিটরিং ও নিরাপত্তা দুরত্ব নিশ্চিতকরণে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপজেলার চরসিন্দুর বাজার, কাশেম মার্কেট, জামতলা বাজার, তালতলা বাজার, পারুলিয়া মোড় ও নোয়াকান্দা বাজার এ কার্যক্রম পরিচালনাকালে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ফারহানা আলী, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন, এসআই হামিদ প্রমুখ।