নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ৩০ মার্চ ২০২০:
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২ কোটি ৫২ লাখ টাকার অনুদান দিয়েছে।
বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের এই টাকা প্রদান করেন।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি’র সকল স্তরের সদস্যদের পক্ষ থেকে ১ দিনের বেতনের সমপরিমাণ ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮শ’৩ টাকা এবং বিজিবি’র কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকাসহ সর্বমোট ১২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮শ’ ৩ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়।