স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ৩০ মার্চ ২০২০ :
কয়েকদিন আগে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসেছে বাংলাদেশের ক্রিকেট। ভারতকে হারিয়ে দেশকে বিশ্বজয়ের স্বাদ দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। এই কিশোরদের ফিটনেস ঠিক রাখতে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তিনি ট্রেনার রিচার্ড স্টনিয়ের। করোনা ভাইরাসের সংক্রমণের এই বিপদের মাঝেও তিনি বাংলাদেশকে ভুলে যাননি। তাই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় সবাইকে ধৈর্য ধরতে বলেছেন।
টাইগার কিশোরদের শেখাতে শেখাতে নিজেই বাংলা অনেকটাই শিখে নিয়েছেন। সেই ভিডিও বার্তায় এই বিষয়টার প্রমাণ পাওয়া গেল। স্টনিয়ের বলেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছ? বাংলাদেশের যারা আছেন, আশা করি সবাই বাসায় আছেন। নিরাপদ আছেন। ভালো আছেন। আমাদের সবার জন্য এখন আতঙ্ককে ধৈর্য দিয়ে জয় করা উচিত। আমরা এই সময়টা পার করতে পারব। তবে সবাই সবাইকে সাহায্য করতে হবে।’
শেষে আবার বাংলায় তিনি বলেন, ‘এখন সবার ধৈর্য ধরার সময়। সবাই যেন ধৈর্য ধরে। মনে রাখবেন, মাথা ঠাণ্ডা।’ করোনাভাইরাসের সময়টায় ক্রিকেটারদের ফিট রাখার কাজটাও করে যাচ্ছেন স্টনিয়ের। অনলাইনে তিনি শিষ্যদের শেখাচ্ছেন ঘরে বসে নিজেদের ফিট রাখার কৌশল। উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের পর তিনি বলেছিলেন, ‘বাংলাদেশ আমাকে আপন করে নিয়েছে। ওরা (ক্রিকেটাররা) আমাকে ভাই বলে ডাকে। আমাকে ওদের পরিবারের অংশ বানিয়ে নিয়েছে।’