খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ৩০ মার্চ ২০২০: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিপদে পড়ে গেছেন দিনমজুর, শ্রমিক, রিকশাওয়ালারা ও দুস্থরা। রাস্তায় মানুষ না থাকায় রিকশাওয়ালারা যাত্রী পাচ্ছেন না।
খুঁজে খাওয়া মানুষেরা পাচ্ছে না সাহায্য এই সংকটের কারণে নরসিংদীর মাধবদীতে কর্মহীন ও দিনমজুর সহ দুস্থদের মধ্যে চাল,ডাল,তেল,আটা,আলু সহ খাদ্যসামগ্রী বিতরণের মহতী উদ্যোগ গ্রহন করেন জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘মন বসেনা পড়ার টেবিলে’।
সোমবার (৩০ মার্চ) গ্রুপের এডমিন আহমাদুর রহমান সোহাগ,শাহাদাত হোসেন সাদ্দাম, শরীফ আহমেদ,ফাহাদ বাদশা, জামিল আহমেদ, মাসুম, ইকবাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরে ঘুরে ঘুরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।