নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার-৩০ মার্চ ২০২০: যশোরের ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা.কাজী নাজিব হাসানের পা ভেঙ্গে গেছে। এক মোটরসাইকেল চালক তার ওপর মোটরসাইকেল উঠিয়ে দিলে রবিবার (২৯ মার্চ) বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ এই তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ আবুল লাইছ বলেন, ‘এসিল্যান্ড ডা. কাজী নাজিব হাসান (৩৫তম ব্যাচ) সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য কয়েকটি এলাকা প্রদক্ষিণ করেন। ঝিকরগাছার গদখালী বাজার মোড় থেকে একটু সামনে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ালে এক মোটরসাইকেল আরোহী হঠাৎ করে তার গায়ের ওপর দিয়ে মোটরসাইকেল তুলে দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তার ডান পায়ের টিবিয়া ফিবুলা ও ডান ক্ল্যাভিকল ভেঙে গেছে। মাথায় ও পিঠেও কিছুটা আঘাত পেয়েছেন। তিনি এখন যশোরের পঙ্গু হাসপাতাল ভর্তি আছেন।’
মুহাম্মদ আবুল লাইছ আরো বলেন,মোটরসাইকেল চালক মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে। মোটরসাইকেল পুলিশ হেফাজতে রেখে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।