নিজস্ব প্রতিবেদক| নরসিংদী প্রতিদিন-
সোমবার ৩০ মার্চ ২০২০:
নরসিংদীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে ফল-ফলাদী ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।
সোমবার (৩০ মার্চ) নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ফল-ফলাদি বিতরণ করা হয়।
নরসিংদীর সদর মডেল থানা, মাধবদী থানা, পলাশ থানা, শিবপুর মডেল থানা, বেলাব থানা ও রায়পুরা থানার অফিসার ইনচার্জ এই খাদ্য বিতরণ করেন।
এ সময় সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে নিজ নিজ আবাসস্থলে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য অনুরোধ করা হয়।