মোঃ মোখলেছুর রহমান| নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ৩১ মার্চ ২০২০:
গাজীপুর সিটি কর্পোরেশনের ০৭ নং জনের সভাপতি ও ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান ১ হাজার পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার ৩১ মার্চ বিকেল ৩ টা সময় নিজ উদ্যোগে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বর্তমানে দেশে করোনা ভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনের ফলে অসহায় খেটে খাওয়া দিনমুজুর মানুষের মাঝে চাল,ডাল,সাবান বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে অসহায় গরিব দিনমুজুর পরিবারের মাঝে ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছি এবং খোজ খবর নিচ্ছি। তিনি আরো বলেন ইতিমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম ৫০ হাজার লোকের খাবারের ব্যবস্থা করেছেন। আমরা ওয়ার্ড কাউন্সিলর যারা আছি নিজ অর্থায়নে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করছি। তিনি আরো বলেন আমরা সবাইকে একসাথে জমায়েত না করে সবার ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি। তিনি বলেন, করোনা নিয়ে কেউ গুজব ছড়াবেননা। অযথা মানুষকে আতংকিত করবেননা। এসময় তিনি আরো বলেন,প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেননা। অঘোষিত লকডাউন সবাই মেনে চলুন।