নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০:
নরসিংদীতে জেলা পুলিশের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা পুলিশের উদ্যোগে নরসিংদী সদর, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা থানার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দিনমজুর, রিকশাচালক, কল কারখানার শ্রমিক ও অসহায় দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
এ মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ও দুস্থদের মাঝে সাহায্য সহ সব ধরেন সেবামূলক কার্যক্রম জেলা পুলিশের পক্ষ থেকে অব্যাহত রয়েছে।