খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মাধবদী থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান আমদিয়া ইউনিয়নে বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ওসি আবু তাহের দেওয়ান বলেন, করোনায়ভাইরাস প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার),(পিপিএম) মহোদয় স্যারের নেতৃত্বে পুলিশ সার্বক্ষনিক কাজ করছে। জেলা পুলিশের নির্দেশনায় মাধবদী থানা পুলিশ ইতোমধ্যে বিভিন্ন গ্রামে হতদরিদ্রদের খোঁজ খবর নিয়ে তাদের মাঝে চাল, আলু,ডাল,রসুন,পেঁয়াজ,লবণ, তেল ও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। এই দুর্যোগপূর্ণ সময়ে গরীব-দূঃখী ও অসহায় লোকদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।