সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ : করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নরসিংদীর পলাশে হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আজ (মঙ্গলবার) সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামের সামনে ঘোড়াশাল পৌর এলাকার ১ ও ২ নং ওয়ার্ডের হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। এসময় পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফিসহ পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় নরসিংদী জেলা জুড়ে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে পলাশ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।