বাকি বিল্লাহ | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ :
নরসিংদীর মনোহরদীতে নিম্ন আয়ের পরিবারের মানুষের মাঝে পুলিশের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) নরসিংদী জেলা পুলিশ সুপারের উদ্যোগে মনোহরদী থানা ওসির তত্ত্বাবধানে মনোহরদী পৌরসভা এলাকার গরীব,হতদরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মাঝে এ খাদ্য বিতরণ কারা হয়। এসময় উপস্থিত ছিলেন মনোহরদী থানার ওসি মোঃ মনিরুজ্জামান,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মিজানুর রহমান।
এসময় মনোহরদী থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, করোনা ভাইরাস(কেভিড-১৯) প্রতিরোধের অংশ হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অত্র উপজেলার সকল ইউনিয়নে খাদ্য বিতরণের ধারা অব্যাহত থাকবে। তাই করোনা প্রাতিরোধে আপনারা সরকারের সকল নির্দেশনা মেনে চলুন। সকল দুর্যোগময় মূহুর্তে বাংলাদেশ পুলিশ পূর্বের ন্যায় আপনাদের পাশে আছে এবং থাকবে।