শেখ মানিক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ :
করোনা ভাইরাসের কারণে কর্মজীবী মানুষ কাজে বের হতে পারছে না। তাই নিজ উদ্যোগে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৬৫০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন যুবলীগ নেতা ও তরুন সমাজ সেবক হালিম সিকদার। মঙ্গলবার ও বুধবার দুইদিন ধরে তিনি ট্রাকে করে এসব খাদ্য সামগ্রী নিয়ে পুটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান উল সানি এলিছ, পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ভূইয়া রমজান, যুবলীগ নেতা আলম ভূইয়া ও শিবপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ।
খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাউল ১০ কেজি, ডাল ২ কেজি, তৈল ২ লিটার, আলু ৩ কেজি, পেঁয়াজ ৩ কেজি, লবন ১ কেজি, ছোলাবোট-১ কেজি।
যুবলীগ নেতা হালিম সিকদার জানান, আমার নিজ উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণের কাজ করেছি। গত দুই দিনে আমার এলাকায় ৬৫০ পরিবারের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করেছি।আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি; তা আমি চেষ্টা করেছি আমার স্বাধ্যমত।