মোঃ মোখলেছুর রহমান | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ৩১ মার্চ ২০২০:
গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত সুজনের (৭) থাকা খাওয়া ও লেখা পড়ার দায়িত্ব নিতে চান কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ সোলায়মান হোসেন। সোমবার ২৯ মার্চ দুপুর ১২ টা সময় কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কে দুই ইজিবাইকের ওভার টেকিং এর সময় ধাক্কা লাগে। এতে দাদী রহিমা বেগমের সাথে বসে থাকা সুজনের ডান কান কেটে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। খবর পেয়ে ছাত্রলীগ নেতা সোলায়মান তাকে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসার সমস্ত খরচ বহন করেন।
সুজন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার টান ভাঙ্গা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। ছোট বেলায় জহিরুল তার স্ত্রী সন্তানকে রেখে চলে যায়। এরপর সুজনের মা সুবর্ণা আবার বিয়ে করে সংসার করতে থাকে। বাবা মা থেকেও এতিম হয়ে যায় সুজন। এরপর থেকে দাদী রহিমার কাছেই থাকেন সে। বর্তমানে কোনাবাড়ী জরুন এলাকায় দাদীর সাথে লেবু মিয়ার ভাড়া বাসায় থাকেন। ছাত্রলীগ নেতা সোলায়মান হোসেন বলেন আমি সুজনের থাকা খাওয়া এবং পড়া লেখের সমস্ত ব্যবস্থা করবো। যদি তার পরিবারের সম্মতি থাকে।