সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া নরসিংদীর পলাশ উপজেলার ৫০টি হতদরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসব হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাউল, ডাল, তেল, পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে ওসি শেখ নাসির উদ্দিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে নরসিংদী জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও একটি পৌর এলাকার নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তাই করোনা প্রতিরোধ আপনারা সরকারের সকল নির্দেশনা মেনে চলুন। কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাবেন না। আপনারা যদি নিয়মের বাহিরে গিয়ে চলাফেরা করেন তাহলে চিন ও ইতালির মতো করুন মৃত্যু হবে । সামনের একটা সপ্তাহ আরো কঠিন সময় আসতে পারে। আপনারা ধৈর্য্য ধরে বাসায় থাকুন। সবাই নিয়ম মেনে চললে ইনশাল্লাহ আল্লাহ আমাদের মুক্তি দিবেন। সকল দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশ পুলিশ পূর্বের ন্যায় আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারাও আমাদের দায়িত্ব পালণে সহযোগিতা করুন।