রাজশাহী | নরসিংদী প্রতিদিন-
বুধবার-১ এপ্রিল ২০২০: ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে রাজশাহীতে ২৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ২৩ জনের কাছ থেকে মোট ৪২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। রাজশাহী জেলা প্রশাসকের দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংক্রমণ রোগ প্রতিরোধ আইন ২০১৮ এর ধারা অনুযায়ী জেলার পুঠিয়া উপজেলায় একজনের কাছ থেকে ১০ হাজার টাকা এবং গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২২ জনের কাছ থেকে ৩২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা প্রদানকারী ব্যক্তিরা করোনা ভাইরাস নিয়ে ফেসবুকসহ বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছিলেন। এ নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।