নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ১ এপ্রিল ২০২০ : করোনাভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে মানুষদের ঘরমুখী রাখার লক্ষ্যে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসানের ব্যক্তিগত উদ্যোগে গাজীপুরে কালীগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার এক এবং ২ নম্বর ওয়ার্ডে খেটে খাওয়া অসহায় ও শ্রমজীবী ২শত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী মহিলালীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের আফরোজ চুমকি এমপি। বিতরণকৃত ত্রানের মধ্যে ছিল ৮ কেজি চাউল, ৩ কেজি আলু. ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, এক পিস লাইফবয় সাবান ও হুইল সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
মেহের আফরোজ চুমকি এমপি বলেন, সবাইকে ঘরে থাকতে হবে। সরকারের আদেশ মেনে চলতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। কিছু দিনের জন্য একটু আড্ডা বন্ধ রেখে পরিবার নিয়ে বাড়িতে অবস্থান করতে হবে। এই সময় উপস্থিত ছিলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপসচিব শায়লা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম, আবুল হাসেম ভূইয়া ও হাসান শরীফ খান ববি, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আরমান রাজ, কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারন সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, কালীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আমিরুন্নেসা, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আরমান হোসেন, সাধারন সম্পাদক আবুল হাসেম, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন বিটু, সাধারন সম্পাদক শামীম পাঠান, পৌর আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন খান নয়নসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।