নিজস্ব প্রতিবেদক| নরসিংদী প্রতিদিন-
বুধবার ০১ এপ্রিল ২০২০:
নরসিংদীতে ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি. ০২ ব্যাচের নিজস্ব তহবিল থেকে হতদরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) সকালে চিনিশপুর ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় বাড়ি হতদরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে এই নিত্যপ্রয়োজনী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি. ০২ ব্যাচের বন্ধুরা বাড়িতে বাড়িতে গিয়ে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ টা সাবান ও মাস্ক বিতরণ করেন।
ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা জানান, বন্ধুদের বেতনের একটি অংশ একত্রিত করে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে এই নিত্যপ্রয়োজনী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।