সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ১ এপ্রিল ২০২০: করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া আড়াইশো হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর কাউন্সিল মোঃ কামরুল ইসলাম। আজ বুধবার (১ এপ্রিল) সকাল থেকে ঘোড়াশাল পৌর এলাকার ৯নং ওয়ার্ডের এসব হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাউল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় কাউন্সিলর কামরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে আমার ওয়ার্ডের নিম্ন আয়ের হতদরিদ্র মানুষেরা অনেক কষ্টে দিন পার করে যাচ্ছেন। তাই তাদের পাশে দাঁড়াতে আমার নিজস্ব তহবিল থেকে আজ ত্রাণ বিতরণ শুরু করেছি। পর্যায় ক্রমে তালিকা অনুযায়ী ওয়ার্ডের দুটি গ্রামের সকল হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। পাশাপাশি ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক এর উদ্যোগে যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে তা থেকেও আমার ওয়ার্ডের এসব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। দেশের এই সংকট মুহূর্তে আমি তাদের পাশে থাকবো।