অনলাইন ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বুধবার-১ এপ্রিল ২০২০: চীনের ইউনান প্রদেশের চেনগং শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র মো. ময়নুদ্দিন ওরফে মাইন (২২) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে ।
মাইন যশোর জেলার চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে আব্দুল মালেক ছেলে। চার ভাই বোনের মধ্যে মাইন সবার ছোট।
মাইনের বন্ধুদের মাধ্যমে জানা যায়, মাইন চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার সন্ধ্যায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে মোটরসাইকেলে করে ছাত্রাবাসে ফিরছিলেন মাইন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।