জহিরুল ইসলাম | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ১ এপ্রিল ২০২০ : নরসিংদী জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে নরসিংদী সদর থানার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদী নতুন বাসস্ট্যান্ড, মাছিমপুর, বাগহাটা ও সাহেপ্রতাব এলাকায় পরিবহন শ্রমিক, হেলপার, ছিন্নমূল, খেটে খাওয়া ও ভাসমান মানুষের মাঝে ২০০ প্যাকেট নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, তৈল, লবন, সাবান) বিতরণ করেন নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈয়দুজ্জামান। এ সময় অফিসার ইনচার্জ সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে নিজ নিজ আবাসস্থলে অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য অনুরোধ করেন।
এছাড়া নরসিংদী জেলা ট্রাক, ট্যাঙ্ক লড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন মৃধা পরিবহন শ্রমিক, হেলপারদের জন্য খাদ্য সামগ্রী প্রদানের জন্য নরসিংদী জেলা পুলিশকে ধন্যবাদ জানান।
ওসি সৈয়দুজ্জামান জানান জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।