নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন -
বুধবার, ১ এপ্রিল ২০২০ : করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র ১০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নরসিংদী পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন সরকার। বুধবার ১ এপ্রিল বিকাল ৫ টায় ইউপি সদস্যের নিজ কার্যালয় থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে ১০ কেজী চাল,১ কেজী ডাল, ২ কেজী আলু,১ লিটার তেল, এবং ১ টি করে সাবান দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জিনারদী ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, জিনারদী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি আরমান মিয়া,৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দস্তগীর মিয়া,৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনির হোসেন মনু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
ইউপি সদস্য হুমায়ুন সরকার জানান, দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে নরসিংদী ২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর নির্দেশনা ক্রমে এবং জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজীর পরামর্শে সম্পূর্ন ব্যাক্তিগত উদ্যোগে জিনারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ১০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করি।