মোঃ আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন -
বুধবার, ১ এপ্রিল ২০২০ : সারাদেশের মতো করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নরসিংদীর রায়পুরাতেও থমকে গেছে জনজীবন। বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের লোকজন। উপার্জন না থাকায় পরিবারগুলো নিয়ে মানবেতর জীবনযাপন করেছন তারা। এই সকল খেটেখাওয়া মানুষের পাশে ত্রাণ নিয়ে হাজির হয়েছেন রায়পুরা পৌর এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা বিল্লাল হোসেন। আজ বুধবার (১ এপ্রিল) উপজেলার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের হরিপুর গ্রামের অসহায়, দুস্ত, কর্মহীন পরিবারের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।
যুবলীগ নেতা বিল্লাল হোসেন জানান, প্রথম ধাপে ৮০টি পরিবারকে ৩ কেজি চাউল, ১ কেজি আলু ও হাফ কেজি করে ডাল ও পেঁয়াজ বিতরণ করেছেন।
তিনি আরো জানান, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। অসহায় পরিবারগুলোর সাহায্যর্থে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।