মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ১ এপ্রিল ২০২০ : নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন বলেছেন করোনা ভাইরাস পরিস্থিতিতে শিবপুরে একজন মানুষও না খেয়ে থাকবেনা। সরকারি সহযোগীতার পাশাপাশি আমার ব্যক্তিগত সহযোগীতা অব্যাহত থাকবে। বাড়ি বাড়ি গিয়ে খোজ নিয়ে অসহায় দরিদ্রদের সহযোগীতা করতে দলীয় নেতাকর্মীদের আহবান করেন। বুধবার (১ এপ্রিল) শিবপুর উপজেলা পরিষদ মাঠে সাংসদ জহিরুল হক ভুইয়া মোহন শিবপুর উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন সাহেবের নিজস্ব অর্থায়নে ও শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের তত্বাবধানে উপজেলার ৯ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় প্রাথমিক ভাবে তিন হাজার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও নরসিংদী -৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলমগীর হোসেন মৃধা আংগুর, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, নরসিংদী জেলা যুবলীগের সহসভাপতি জুনায়েদুল হক জুনু, শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।