নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার ০১ এপ্রিল ২০২০:
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসেবে সমাজের অসহায় দরিদ্র, খেটে খাওয়া মানুষের জন্য বিনামূল্যে "এক মুঠো আহার " ব্যবস্থা করেন নরসিংদীর জেলা প্রশাসন। বুধবার (০১ এপ্রিল) দুপুরে পৌর শহরের রাঁধুনী হোটেলের মালিক মোস্তফা মিয়ার ব্যবস্থাপনায় প্রতিদিন অসহায়, দরিদ্র, শ্রমজীবী ও ভাসমান মানুষের মাঝে এই আহার বিতরন করবেন।
খাবারের প্যাকেট হাতে পেয়ে রিক্সা চালক শহিদ মিয়া জানান, করোনার ডরে সরকার ঘর থেকে বের হতে নিষেধ করলেও পেটের জ্বালায় ঘর থেকে বের হতে হয়।বাসায় বৌ-পৌলাপানের জন্য এক মুঠ খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। প্রত্যেক দিন দুপুর বেলায় আমাদের মত গরীব মানষের জন্য খাওনের ব্যবস্থা করায় ডিসি স্যাররে সালাম জানায়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া জানান, নরসিংদীর জেলা প্রশাসনের তত্বাবধানে প্রতিদিন বিনামূল্যে দুপুরে ভাত, ডাল, সবজি ও ডিম প্যাকেটজাত করে বিতরণ করা হবে।