নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার-২ এপ্রিল ২০২০: নরসিংদীতে ডাকাতির প্রস্তুকালে ৬জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল পৌর শহরের ভাগদী বেইলি রোডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (০২ মার্চ) বিকালে এ তথ্য নিশ্চত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান। গ্রেফতারকৃতরা হলো ভাগদী দক্ষিণপাড়ার আসলামের ছেলে মোঃ মেহেদী হাসান (২০),সাটিরপাড়া মহল্লার রাজ্জাক মিয়ার ছেলে মোঃ রাকিব মিয়া (২২), ভাগদী দক্ষিণপাড়ার খোকন মিয়ার ছেলে আশিক (২০),নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার খলা (খয়রা) গ্রাম ও বর্তমান নরসিংদী পৌর শহরের ভাগদী (পশ্চিমপাড়া) এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ নুরুল আমিন (২২), ব্রাহ্মণবাড়িয়া জেলা ও থানার বাদঘর গ্রামের সুমন ভূইয়ার ছেলে মো: জাহিদ (২০),কুমিল্লা জেলার মুরাদনগর থানার কালা পাইলা গ্রাম ও বর্তমান নরসিংদী পৌর শহরের বানিয়াছল (বিলপাড়) এলাকার আবু তাহের মিয়ার ছেলে রুবেল ওরফে ক্যান রুবেল।
গ্রেফতারকৃতদের নিকট হতে ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি টিপ চাকু ,১টি ছুরি, ২টি রড উদ্ধার করে থানা পুলিশ। ৬নং আসামী রুবেল এর বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি, ২টি মাদকসহ ৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি সৈয়দুজ্জামান ।