সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর পলাশ থানা পুলিশ দিনরাত ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মানুষকে সচেতন করতে বিরামহীন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওয়াপদা গেট, কুড়াইতলী, কালীরহাট, চণগরদীসহ পন্ডিতপাড়াসহ পলাশ বাজার পরিদর্শন করা হয়। এসময় ওসি শেখ নাসির উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় বাজার করতে এসে একসাথে যেন জড়ো না হয়, ঘরের বাহিরে এসে জরুরি প্রয়োজন ছাড়া ঘুরাফেরা না করে এবং সামাজিক দুরত্ব বজায় রাখে সেজন্য সবাইকে আহ্বান জানানো হয়। পাশাপাশি সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। তিনি আরও বলেন, সকল দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশ পুলিশ পূর্বের ন্যায় সকলের পাশে আছে এবং থাকবে। করোনা প্রতিরোধে এই সপ্তাহটা ধৈর্য্য ধরে সবাই বাসায় থাকুন। সবাই নিয়ম মেনে চললে ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিবেন।