মোঃ মোখলেছুর রহমান| নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২০:
শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় সংস্থার সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ এর উদ্যোগে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের প্রভাবে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় কর্মহীন হয়ে পরেছে খেটে খাওয়া, দিনমুজুর ক্ষুদ্র ব্যবসায়ী হাজারো মানুষ। প্রতিবন্ধীরাও পরেছে বিপাকে। দেশের এই মহামারী অবস্থায় প্রতিবন্ধীের পাশে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিজান),সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুর রশিদ, বাংলাদেশ জাতীয় বধির সংস্থার নির্বাহী সদস্য মোঃ মাসুদ মোল্লা প্রমুখ।