নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ :
শিবপুর সি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হাজী রতন কবির ফরাজিকে ধরছেনা পুলিশ, এমন অভিযোগ বাদী খোরশেদ মিয়ার।
সূত্রে জানা যায় শিবপুর উপজেলার জয়নগর বাগপাড়া গ্রামের হাজী আবদুর রশিদের ছেলে খোরশেদ মিয়া মনোহরদী থানার নামা গোতাশিয়া গ্রামের মতিয়ার রহমান ফরাজীর ছেলে হাজী রতন কবির ফরাজির বিরুদ্ধে পাওনা টাকা পাওয়ার জন্য মামলা দায়ের করেন,
শিবপুর সি আর মামলা নং ৫৪৮/১৪। বাদীর কাছ থেকে চেক দিয়ে ব্যবসার কথা বলে নগদ অর্থ নেয় সাজাপ্রাপ্ত আসামী রতন।
আসামী রতন আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট তামিল করা হয়।বাদীর অভিযোগের প্রেক্ষিতে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে দোষী সাব্যস্ত হয় রতন ফরাজি। আদালতে স্বেচ্ছায় হাজির না হওয়ায় এবং বাদীর ৩৭ লক্ষ ৩০ হাজার টাকা পরিশোধ না করায় আদালত ২০১৯ সালের অক্টোবর মাসের ২৪ তারিখ ফৌজদারী কার্যবিধি ৭৫ ধারায় আসামীকে গ্রেফতারের নির্দেশ দেয়। কিন্তু রহস্যজনক কারনে ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করছেনা পুলিশ। জনমনে প্রশ্ন আসামী রতনের খুটির জোর কোথায়?