মোমেন খান | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ : শিবপুরে সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা ভাইরাস পরিস্থিতির কারনে অসহায় শ্রমজীবী ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২এপ্রিল) সকালে উপজেলা যুবলীগের কার্যালয় থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শিবপুরের সাবেক সংসদ সদস্য ও ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি একে নাসিম আহমেদ হিরন ও নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রাথমিকভাবে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।