শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ :
নরসিংদীর শিবপুরে হাজী আফসার উদ্দিন ভূইয়া (রহ:) ফাউন্ডেশনের উদ্যোগে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, দরিদ্র মানুষের মাঝে মাক্স বিতরণ ও জীবাণুনাশক স্প্রে কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার ২ এপ্রিল শিবপুর পৌরসভার জনগুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। হাজী আফসার উদ্দিন ভূইয়া (রহ:) ফাউন্ডেশনের উদ্যোগে হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট ও হাজী আফছার উদ্দিন ভূঁইয়া ক্যাডেট মাদ্রাসার সার্বিক সহযোগীতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান। উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া ও সাংবাদিক শেখ মানিক প্রমুখ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, হাজী আফসার উদ্দিন ভূইয়ার নাতনী ও মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়ার সুযোগ্য মেয়ে কবরী জাহান প্রিয়া জানান, আজ থেকে ফাউন্ডেশনের কার্যক্রমের শুরু হয়েছে আমারা গরিব দুঃখী মানুষের পাশে থাকব, ইনশাল্লাহ।
উল্লেখ্য: হাজী আফসার উদ্দিন ভূইয়া (রহ:) ফাউন্ডেশনের চেয়ারম্যান শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, ডিরেক্টর শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, এক্সিকিটিভ মেম্বার হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউটের অধ্যক্ষ আলমগীর হোসেন। ফাউন্ডেশনের কোড নং S-13317/2020.