মোঃ মোখলেছুর রহমান| নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২০
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় কোনাবাড়ী থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আহসান পালোয়ানের উদ্যোগে অসহায় দরিদ্র দিনমুজুর শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০ টায় পালোয়ান বাড়ীতে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আহসান পালোয়ান বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। তিনি বলেন,দেশের এই ক্লান্তি লগ্নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (এমপি) এবং গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের নির্দেশনায় আজকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় তিনি দেশের ধর্ণাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ,
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ আব্দুর রহমান মাষ্টার, সংরক্ষিত নারী কাউন্সিলর মিসেস বেনু বারেক, তাসলিমা আক্তার,আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন পালোয়ান, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মোঃ শাহ আলম খান,কোনাবাড়ী থানা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ রাকিবুল হাসান রাকিব,৭ নং ওয়ার্ড স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন,আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।