আমার এ ঘর ক্ষুধার রাজ্য
রাতের আলো দেয় চাঁদ,
মাটির চুলোয় উনুন জ্বালাতে
চাল আটাদের বাঁধ ।
আমি বাহিরে যাব,কর্মে যাব
কে আছে রুধবার?
ক্ষুধার রাজ্য ঘুম কাড়ে মোর
পেটে পীড়া দেয় কার?
আমায় বাঁধিসনে জ্ঞাণ সাধিসনে
জ্ঞাণ যে মুখের রুটি!
আমি পথে যাব, দ্বারে দ্বারে যাব
পাষাণের শহর টুটি।
আমার এ ঘর ক্ষুধার শহর
অনাহারীরা রয়,
ছুঁড়ে ফেলো তোমার গাঁজাখুরি গীত
যে শহর ভূখার নয় ।
? লেখক ও সাংবাদিক: আরব আমিরাত থেকে