বাহ্ কি বিশাল মহাকাশ তুমি!
তোমার সুশীতল ছায়াতলেও স্বপ্নবুনে কিছু অমানুষ!
অথচ তোমার দুর্দিনে আষ্টেপৃষ্ঠে জীবনবাজী রেখে ছায়ার মত পাশে ছিল যারা
তারা আজ অনেকেই অনেকটা আড়ালে আবডালে।
আসলে এমনই হয়, কিন্তু তোমার বেলায় এমনটি হবে সেটা কিন্তু অনেকেই ভাবেনি।
জান,তোমার সীমাহীন রাজ্যের
প্রজারা কিন্তু তোমার চেয়েও স্বার্থপর।
তাদের স্বপ্ন বিলাসী আকাঙ্ক্ষা
কখোনই পূরন হবার নয়।
তোমার পকেট কতটা গরম কিংবা ক্ষমতার তপ্ত শিখার আলো দুরে না গেলেই তারা চম্পট।
জান, তারা কিন্তু তোমাকে ভালোবাসে না,
তারা তোমার সাথে সখ্যতা করতেও আসেনি।
তারা এসেছে তোমার গরম পকেটকে ঠান্ডা করতে।
তারা এসেছে তোমার ক্ষমতার ভাগ বসাতে।
কিন্তু বিলিয়েছ তুমি তাদেরকে,
যাদেরকে আর খুঁজে ফিরে পাবেনা সময় অসময়ে।
জান,এমন ভুল অনেকেই করে,
পরকে আপন করে সংঙ্গি বানায়।
আর আপন করে পর।
তুমিও সে পথেই হাটতে হাটতে ক্লান্ত হয়ে
হয়তো বাড়ি ফিরে আসছ বুঝি!
কিন্তু এখন,
এ সময়ে তুমি আর কার কাঁধে দিবে ভর!
লেখক ও অডিও:
মোঃ মাজহারুল পারভেজ মন্টি-
সাধারণ সম্পাদক,নরসিংদী প্রেস ক্লাব