সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ : করোনাভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে রুজিরোজগার বন্ধ নরসিংদীর পলাশের নিম্ন আয়ের অটোরিকশা, ভ্যান ও মিশুক চালকদের। পেটের দায়ে এসবের চালকেরা সরকারি আদেশ অমান্য করে বের হয়ে পড়েন পলাশের বিভিন্ন সড়কে। এদিকে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন সামাজিক দূরত্ব ও ঘরে থাকা নিশ্চিত করতে এসব সড়কে টহলে বের হন। এ টহলের ফাঁকে চোখে পড়ে এসব চালকদের উপস্থিতি। তাদের পথ গতিরোধ করে একে একে ১৯জন চালকদের ধরে নিয়ে যায় থানায়। এরপর তাদের অসহায় আত্মসমর্পণ ওসির মনকে নাড়া দেয়।
ওসি শেখ নাসির উদ্দিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন দিনরাত টহল দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ পলাশের বিভিন্ন সড়কে টহল দেওয়া হয়। এসময় অবাধে অটোরিকশা, ভ্যান ও মিশুক চালকদের চলাচল করতে দেখা যায়। তাদের ধরে থানায় নিয়ে আসা হয়। এসময় তারা বলেন, আমরা কোন উপায়ন্তর না পেয়ে পেটের দায়ে রাস্তায় নেমেছি। ঘরে রান্না করার কোন কিছুই নেই। এই কথাগুলো শুনে তাদের আর ধরে রাখতে পারলামনা। বাজার থেকে চাউল, পেঁয়াজ, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যে সামগ্রী এনে তাদের হাতে তুলে দিলাম। ছেড়ে দিলাম তাদের। তারা যেন সরকারের দেয়া স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলে এমন নির্দেশনা দেওয়া হয়।