নিজস্ব প্রতিবেদক| নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ০৩ এপ্রিল ২০২০:
নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের অভিযানে সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ বীরপুর মহল্লায় পুলিশি অভিযানের সময় তিনি বলেন, যদি বীরপুর মহল্লার সতীশ পাকড়াশী পাঠাগারের মত প্রতিটি মহল্লায় এই রকম হাত ধোঁয়ার ব্যবস্থা করে তাহলে বাংলাদেশ করোনা মুক্ত থাকবে।
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চালিয়েছে। এ সময় সকলকে নিজ নিজ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হয়। জরুরী প্রয়োজনে বাইরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য সকলকে আহবান জানানো হয়।
পুলিশি অভিযানের সময় আরোও উপস্থিত ছিলেন, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেনসহ অফিসার বৃন্দ।