মোঃ মোখলেছুর রহমান| নরসিংদী প্রতিদিন-
শনিবার ৪ এপ্রিল ২০২০:
করোনা ভাইরাসের থাবায় থমকে গেছে গোটা পৃথিবী। মহামারি করোনা ভাইরাসের মতো এমন দাপট দেখেনি বিশ্ব। ইতি মধ্যে বাংলাদেশকেও হানা দিয়েছে এই প্রাণ ঘাতি ভাইরাস। করোনা ভাইরাসে সাধারণ ছুটিতে পুরোদেশ। আতংক উৎকন্ঠায় দিন কাটাচ্ছে ঘর বন্দি মানুষ গুলো। এমতাবস্থায় না খেয়ে যেন কোনলোক মারা না যায় হতদরিদ্র দিনমুজুর শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে গাজীপুর মহানগর যুবলীগ নেত্রী ও গাজীপুর জেলা কেজি স্কুল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার মুন্নী। তিনি শুক্রবার ৩ এপ্রিল রাতে গাজীপুরের কোনাবাড়ী কুদ্দুস নগর এলাকায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন,৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক বানেছা বেগম,
মহিলা বিষয়ক সম্পাদিকা হাসনা হেনা, ৯ নং ওয়ার্ড যুবমহিলালীগের সভাপতি লিপি আক্তার,সাঃ সম্পাদক নাদিরা কামাল প্রমুখ।