শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ৪ এপ্রিল ২০২০ : করোনা ভাইরাস পরিস্থিতিতে “আতংক নয়, সচেতন হন” নরসিংদীর শিবপুরে কর্মহীন ৩ শতাধিক পরিবারের মাঝে মরহুমা নাজমুন নাহার সমাজ সেবা ফাউন্ডেশন কতৃক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক, কৃষিবিদ আ.ফ.ম. মাহবুবুল হাসান মাহবুবের নিজস্ব অর্থায়নে উপজেলার দুলালপুর ইউনিয়নের কর্মহীন পরিবারের মধ্যে শনিবার (৪ এপ্রিল) বিভিন্ন ওয়ার্ডে বাড়ী বাড়ী গিয়ে পরিবার প্রতি ৮ কেজি চাল, ২ কেজি আলু, ২কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি পিয়াজ প্রদান করা হয়। ফাউন্ডেশনের পরিচালক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মুহসিন নাজিরের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রমের উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মিরাজ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ, নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুন খান, নরসিংদী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
আ.ফ.ম. মাহবুবুল হাসান মাহবুব জানান, করোনাভাইরাসের প্রতিরোধে সরকারের নিদের্শনা ও স্বাস্থ্য বিধি মেনে নিজ বাড়ীতে অসহায় হয়ে পড়েছে কর্মহীন ও খেটে খাওয়া মানুষেরা তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদর্শনায় আমার সমর্থন অনুযায়ী তাদের পাশে দাড়িয়েছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ালে অসহায় কর্মহীনদের না খেয়ে থাকতে হবে না। তিনি সবাইকে মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ও সাবান দিয়ে বার বার হাত ধোঁয়ার জন্য অনুরোধ জানান। নিজে ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে।