মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-
শনিবার-৪ এপ্রিল ২০২০: করোনাভাইরাস আতঙ্কে থমকে গেছে সমগ্র বিশ্ব। করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে । করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালত,গণপরিবহন সবই বন্ধ। ফলে দুর্বিপাকে পড়েছেন অসহায়, দিনমজুর, রিকশাচালক ও অসচ্ছল মানুষ। দেশের এই ক্লান্তিলগ্নে এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন শীলমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান প্রধান।
শনিবার (৪ এপ্রিল) বিকালে নরসিংদী সদর উপজেলার শীলমান্দীতে বিভিন্ন মহল্লার বাড়িতে বাড়িতে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শ্রমিকলীগের সদস্য সচিব রফিকুল ইসলাম ভূইয়া।
এসময় শীলমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান প্রধান বলেন,করোনায় লকডাউনে থাকা অসহায় মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। তারা এখন মানবেতর জীবন যাপন করছে। তাদের খাদ্য চাহিদা পুরন করতে ব্যক্তিগত উদ্যোগে চাল,ডাল,তেল,আলু,লবনসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছি। তিনি আরো বলেন,এই করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের এগিয়ে আসতে হবে। সরকারের দেওয়া পরামর্শ মেনে চলতে হবে ।