নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার,০৫ এপ্রিল ২০২০:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে জনসমাগম ও গণ পরিবহন বন্ধ থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সীমিত আকারে চলা ফেরিও বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। পণ্যবাহী ট্রাক আ্যম্বুলেন্সও বন্ধ রয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে সীমিত আকারে চলাচল করা ফেরিগুলোও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে হঠাৎ করে সীমিত আকারে চলা ফেরিও বন্ধ ঘোষণা করায় চরম বিপাকে পড়েছে ছোট গাড়ির চালকরা। সকালে ঘাট এলাকাতে এসে ফেরি না চলায় তারা সড়কের পাশেই অবস্থান করছেন।
ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এই নৌরুটে গত কয়েক দিন ধরে সীমিত আকারে ৪-৫টি ফেরি চলাচল করছিল। কিন্তু শনিবারে (৪ এপ্রিল) ঘাটে চরম জনসমাগম ঘটায় রোববার সকাল ৬টা থেকে সীমিত আকারে চলা ফেরিও বন্ধ ঘোষণা করা হয়েছে।’