নোয়াখালী | নরসিংদী প্রতিদিন-
রবিবার,০৫ এপ্রিল ২০২০:
নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনায় একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কাউনিয়া গ্রামের মিয়ার বাজার সংলগ্ন জাকের বলির বাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ৪ জন হলেন- কালা মিয়ার ছেলে আবু জাকে, আবু জাকেরের ছেলে জহির উদ্দিন, আবুল কাসেমের ছেলে আবদুল মান্নান ও মেয়ে নাজমা আক্তার। এ বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ৪ জনকে নোয়াখালী জেনারেলে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।