সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ৫ এপ্রিল ২০২০ : করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে নরসিংদীর পলাশে দোকান খোলা রাখা, বিভিন্ন স্থানে আড্ডা ও অযথা ঘুরা ঘুরির কারণে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) রাত ৭টা থেকে পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ঘোড়াশাল বাজারের যমুনা ট্রেডার্স, মোটরসাইকেল আরোহী, জনতা ব্যাটারীর মালিককে প্রায় প্রায় ১৫শ টাকা জরিমানা করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাশ উপজেলায় লোক সমাগম ঠেকাতে বিভিন্ন স্থানে নরসিংদী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার বলেন, “করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। যারা ঘরের বাইরে যাচ্ছেন, অযথা ঘোরাঘুরি করছেন এবং দোকান খুলে আড্ডা দিচ্ছেন তাদের জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।” পাশাপাশি সবাই সরকারের দেয়া সামাজিক দূরত্ব মেনে ঘরে থাকার আহ্বান করা হয়।