সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ৫ এপ্রিল ২০২০: করোনাভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ প্রতিরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। এমন পরিস্থিতিতে খেয়ে না খেয়ে দিন পার করছেন নরসিংদীর পলাশ উপজেলার ট্রলি ড্রাইভার ও হেলপাররা। এবার তাদের পাশে দাঁড়ালেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোড়াশালে পৌরসভার ব্যবস্থাপনায় এসব ট্রলি ড্রাইভার ও হেলপারদের মাঝে চাউল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাৎ, কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব ও শহিদুল ইসলাম রুমেল প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, করোনা প্রতিরোধে নিম্ন আয়ের মানুষের পড়েছেন বিপাকে। তাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তারই নির্দেশে পলাশের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপের নেতৃত্বে আমরা হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ ট্রলি ড্রাইভার ও হেলপারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সংকট মুহূর্তে কেউ না খেয়ে থাকে এই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।