সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক-
শনিবার, ৪ এপ্রিল ২০২০: রাতের আঁধারে ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন নরসিংদীর ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক। করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া ৫০০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে শনিবার ৪ মার্চ গভীর রাত পর্যন্ত উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক ও বাড়ারিয়া পাড়ায় দরিদ্র মানুষের ঘরে ঘরে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেন মেয়র আলহাজ্ব শরীফুল হক, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার সাদাৎ, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম রুমেল, মহিলা কাউন্সিলর সুরাইয়া মফিজ, ঘোড়াশাল পৌর আওয়ামী যুুুুবলীগের সভাপতি মনির হোসেন, ৬ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, ত্রাণ বিতর টিমের অন্যতম সদস্য মনসুর মিয়া। পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে ঘরে থাকার আহ্বান করা হয়েছে। এমন পরিস্থিতে অন্যান্য স্থানের মতো ঘোড়াশাল পৌর এলাকায় খেটে-খাওয়া হতদরিদ্র নাগরিকরা কর্মহীন হয়ে পড়েছে। তাই আমরা ঘোড়াশাল পৌর সভার পক্ষ থেকে ৫০০ হাজার হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম গত মঙ্গলবার রাত থেকেই শুরু করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের এই সংকট মুহূর্তে পৌরবাসীকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ঘোড়াশাল পৌরসভা।