মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিনিধি-
রবিবার,০৫ এপ্রিল ২০২০:
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর যুবসমাজের সদস্যরা রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে অসহায়-দুস্থ কর্মহীন পরিবারকে মানুষের হাতে খাবার পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রী। শুক্রবার রাতে উপজেলার শ্রীরামপুর ৬ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রায় ১০২ টি পরিবারকে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
ওই সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মো. রমজান আলী, শ্রীরামপুর যুব সমাজের পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলমগীর কবির মাস্টার, মো. মামুন মিয়া , ফরিদ মিয়া, শফিক মিয়া , বায়েজিদ , ফয়সাল, আশিক, সম্রাট, শাওন, মোহাম্মদ আলী , হাসান , পিন্টু , নিরব , ফরহাদ, রাহাত, ওবায়দুর, পারভেজ প্রমুখ ।
আলমগীর কবির জানান, ১০২টি পরিবারকে ৩ কেজি চাউল, ২ কেজি আলু ও হাফ কেজি করে ডাল ও পেঁয়াজ বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন,ও অসহায় পরিবারগুলোর সাহায্যর্থে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।