মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ০৫ এপ্রিল ২০২০:
নরসিংদীর রায়পুরায় করোনা প্রতিরোধে মানুষের মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে তৎপর প্রশাসন ও সেনাবাহিনী। তারপরও হাটে বাজারে মানুষের গমাগম থেমে নেই। আর নিয়ম অমান্যকারীদের ব্যাপারে কঠোর অবস্থানে প্রশাসন। অপরাধে ধরন অনুযায়ী মোবাইল কোর্ট আদায় করছে জরিমানা।
আজ রবিবার নিয়ম অমান্যকারী ৮ ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার ৭০০ টাকা জরিমা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রায়পুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খন্দকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় সাথে ছিলেন, সেনাবাহীর ক্যাপ্টেন মো. রেদওয়ান ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মানুষ অবাধে ঘুরাফেরা করছে হাট বাজারে। স্কুল কলেজ বন্ধ থাকার সুবাধে শিক্ষার্থীরা পাড়ার অলিতে গলিতে মেতে উঠেছে ক্রিকেট খেলায়। যুবকরা রাস্তার মোড়ে মোড়ে দিচ্ছে আড্ডা। অপরেদিকে ব্যবসায়ীরা মানছেন না নিয়ম কানুন। সামাজিক দুরত্ব মেনে চলতে হাট বাজারে, রাস্তার মোড়ে ঘুরে ঘুরে মাইকিং করতে দেখা গেছে সেনাবাহিনীকে। নিময় অমান্যকারীদের বিরুদ্ধে মোবইল কোর্ট আদায় করছে জরিমানা।