মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ০৫ এপ্রিল ২০২০: নরসিংদীর রায়পুরায় তিন প্রবাসির অর্থায়নে উপজেলার চরাঞ্চলের ভেলুয়ারচর গ্রামের ৩শ অসহায়,দুস্ত,দিনমজুর পরিবার পেল খাদ্য সামগ্রী। রবিবার(৫ এপ্রিল) ভেলুয়ারচর স্বপ্নসিঁড়ি সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, করোনার প্রাদুর্ভাবে কারণে ঘরবন্দি মানুষ। তাদের কষ্টের কথা চিন্তা করে ভেলুয়ারচর গ্রামের দুই মালয়েশিয়া প্রবাসি রিমন আহমেদ, বশির মিয়া ও সৌদি প্রবাসি সুমন জোনায়েদ এগিয়ে আসেন। তারা স্বপ¦সিঁড়ি সংগঠনের সদস্যদের মাধ্যমে গ্রামের অসহায়, দুস্ত , দিনমজুর এমন তিন শত পরিবারকে খোঁজে বের করে তাদের মাঝে চাউল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু বিতরণ করা হয়।
এব্যাপারে সুমন জোনায়েদ বলেন, দেশের এই ক্রান্তিকালে প্রবাসিদের পাশাপাশি দেশের বিত্তবান শ্রেনীর ব্যক্তিদেরও ত্রাণ নিয়ে এগিয়ে আসা উচিত।
ওই সময় উপস্থিত ছিলেন, স্বপ্নসিঁড়ি সংগঠনের সাধারণ সম্পাদক আফজাল সরকার, সহসভাপতি ইয়াছিন চৌধুরী, যুগ্ন সম্পাদক শরীফুর রহমান রিপন, অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ হোসেন, সদস্য মো. ফজলু মিয়া, পারভেজ, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, মো. বজলু রহমান, শাহীন মিয়া, মোস্তাফা কামাল জয়, খাজাল উদ্দিন, ধারভাষ্যকার ইব্রাহীম খলিল প্রমুখ।