নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার ০৫ এপ্রিল ২০২০:
করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দরিদ্র্য জনগোষ্ঠীর মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ও এম এস এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) নরসিংদী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ব্যবস্থাপনায় দরিদ্র্য জনগোষ্ঠীর মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ও এম এস এর উদ্বোধন করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির, নরসিংদী জেলার সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ।