নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার-৬ এপ্রিল ২০২০: করোনায় নিম্ন আয়ের অসহায় ও দুস্থ মানুষদের সহযোগিতা করছেন মাধবদী থানা ছাত্রলীগ। এ সংকটময় সময়ে মাধবদী পৌর শহর ও আশপাশের এলাকায় ক্ষুধা নিবারণ পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (০৬ এপ্রিল) দুপুরে মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহিন জানান, ইতোমধ্যে মাধবদী থানা ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে।
এই মহতি কার্যক্রমে অংশনেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক আনোয়ার হোসেন কমিশনার, মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ,মাধবদী পৌরসভার কাউন্সিলর ও যুবলীগ কর্মী জাকারিয়া, নরসিংদী সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনিছুর রহমান সোহেল, মাধবদী থানা কৃষকলীগের আহ্বায়ক খাইরুল ইসলাম, নরসিংদী সদর থানা তাঁতী লীগের আহ্বায়ক শাহিনুর মিয়া, নরসিংদী সদর উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক রাছেল মাহমুদ, মাধবদী শহর তাঁতী লীগের আহ্বায়ক সামস্ সমুন।
আরো উপস্থিত ছিলেন মাধবদী কলেজ শাখা ছাত্র লীগের আহ্বায়ক মামুন জন, যুগ্ম-আহ্বায়ক ওয়াসিম আকরাম, আহমাদুর রহমান সোহাগ, শরিফ হোসাইন অপু, মোহাম্মদ শরিফ, হৃদয় সরকার,মোহাম্মদ সোহাগ সহ মাধবদী শহর, কলেজ শাখা ছাত্রলীগ,বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ কর্মীরা।